ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু সিয়াম হত্যার মূল আসামিসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
শিশু সিয়াম হত্যার মূল আসামিসহ আটক ৫

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ৬ বছরের শিশু সিয়ামকে অপহরণ ও হত্যার মূল আসামি মো. মিঠু মিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপগঞ্জে শিশু সিয়াম অপহরণ ও হত্যার মূল আসামি মিঠুকে আটক করা হয়েছে।

তিনি অারও জানান, রাজধানীর উত্তরখান এলাকায় র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারী ও প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু পাসপোর্ট ও জাল ভিসা জব্দ করা হয়েছে৷

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে মোফাজ্জলের ছেলে ও স্থানীয় গণশিক্ষা পাঠশালার প্রথম শ্রেণির ছাত্র সিয়ামকে ডেকে নিয়ে যায় আসামি মিঠুসহ তার আরও তিন সহযোগী। পরে অপহরণকারীরা তার মুক্তিপণের জন্য ১ লাখ টাকা দাবি করে। পরে এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।