ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বাসচাপায় নারী শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
না.গঞ্জে বাসচাপায় নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় কোহিনুর আক্তার (২৯) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত কোহিনুর আক্তার বরিশালের বাকেরগঞ্জ এলাকার আব্দুল হাকিম কাজীর মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের আহসান নিটিং গার্মেন্টেসের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গার্মেন্টেসে যাওয়ার জন্য শিমরাইলের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন কোহিনুর। এসময় আদমজী ইপিজেডগামী ‘রাহুল পরিবহন’ নামে একটি স্টাফ বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।