ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
মুগদায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঢাকা: রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে কালাম (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শাহ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মুগদার মান্ডা মুনখা বাজার এলাকায় কালামকে ছুরিকাঘাত করা হলে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার শাহ বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

মরদেহ ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি প্রলয় কুমার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।