ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক খাতের সমস্যা দূরীকরণে সিপিডির নাগরিক কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ব্যাংক খাতের সমস্যা দূরীকরণে সিপিডির নাগরিক কমিশন বক্তব্য রাখছেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ব্যাংকিং খাতের সমস্যা দূরীকরণে নাগরিক কমিশন গঠন করার ঘোষণা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
তিনি বলেন, নাগরিক কমিশনের সুপারিশ নতুন সরকারের কাছে তুলে ধরবে সিপিডি।

বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে ব্যাংকিং খাতের জন্য কমিশন গঠন করে তিনটি কাজ করার চেষ্টা করবো।
 
প্রথমত: ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থান এবং স্বচ্ছ চিত্র তুলে ধরা। সেখানে যেন কোনো প্রকার বিকৃত তথ্য উপাত্ত না থাকে।
 
দ্বিতীয়ত: বাংলাদেশের ব্যাংকিং খাতে যে সমস্ত আশঙ্কা এবং ভয়ভীতি আমরা দেখছি, সেগুলোর প্রকৃত কারণগুলো উদঘাটন কর‍া। যেসব কারণ আমরা বলছি, সেগুলোতে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা।
 
তৃতীয়ত: এসব সমস্যা সমাধান করার ক্ষেত্রে সুস্থ্য হোক, সুক্ষ হোক কী কী প্রবিধান হতে পারে, সেটার ব্যাপারে নাগরিক সুপারিশ লিপিবদ্ধ করা।
 
ড. দেবপ্রিয় আরও বলেন, এসব বিষয়ে আমাদের কী কী করণীয় সে সব বিষয়ে নতুন সরকারের কাছে আমরা তুলে ধরবো। এভাবে আমাদের কণ্ঠস্বরকে জাগ্রত রাখবো। দেশের ব্যাংকিং খাত আমাদের হৃদপিণ্ড। সেই হৃদপিণ্ডকে সচল রাখতে আগামী দিনে আমাদের অন্যান্য অঙ্গ থেকে চেষ্টা করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।