ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে টমটম উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
হবিগঞ্জে টমটম উল্টে নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম (ইজিবাইক) উল্টে এখলাছ মিয়া (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইকরাম-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এখলাছ ইকরাম গ্রামের সুরুজ আলীর ছেলে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, যাত্রীবাহী একটি টমটমে করে ইকরাম থেকে সাঙ্গর যাচ্ছিলেন এখলাছ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে টমটমের চার যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহতাবস্থায় এখলাছকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা বাংলানিউজকে এখলাছের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।