ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রোকেয়া দিবসে ভোলায় ৮ নারীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
রোকেয়া দিবসে ভোলায় ৮ নারীকে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

ভোলা: সমাজ উন্নয়ন, শিক্ষা ও চাকুরি, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী এবং নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় ভোলায় ৮ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।  

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘জয়িতা অন্বেষন বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষ্যে ভোলা সদর উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন।  

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমুখ।  

অনুষ্ঠানে আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুখে ফেলে নতুন জীবন শুরু করায় তাসলিমা বেগম ও অংকুরা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুসরাত জাহান, সুলতানা সাথী, সফল জননী নারী হিসেবে রোকেয়া বেগম ও মনোয়ারা বেগম এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিরিন সবনমকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।