ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির স্বজনদের খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির স্বজনদের খুঁজছে পুলিশ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানাধীন ডোমার-মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় (৬৫) ব্যক্তির স্বজনকে খুঁজছে পুলিশ।

গত ৭ ডিসেম্বর (শুক্রবার) ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় নিহত হন। নিহত ব্যক্তির পরনে লাল সোয়েটার মুখে সাদা দাঁড়ি।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, পুলিশ নিহত ব্যক্তির স্বজনদের অনেক খোঁজাখুজির পরেও না পেয়ে ময়নাতদন্ত শেষে শহরের হাতিখানা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করে। বর্তমানে পুলিশ ওই ব্যক্তির স্বজনদের খুঁজছেন এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।