ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবিতে মানববন্ধন নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবিতে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছেন। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: সরকারি-বেসরকারি ব্যাংকসহ প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বিত পরীক্ষাসহ সব চাকরির নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সাহেদুল ইসলাম, অনিমা রায়, রেজাউল করিম, আমজাদ হোসেন ও মোছা. রাশেদা খাতুন।

বক্তারা বলেন, এসব চাকরির পরীক্ষা ঢাকায় গিয়ে দিতে হয়। এতে করে সাধারণ চাকরিপ্রার্থীদের ব্যয়ভার বহনসহ নানা সমস্যায় পড়তে হয়। আমরা চাই এসব চাকরির নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হলে সাধারণ চাকরিপ্রত্যাশীরা উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।