ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১০ জয়িতাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বাগেরহাটে ১০ জয়িতাকে সম্মাননা  জয়িতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটে শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের পাঁচ ও সদর উপজেলার পাঁচ জন জয়িতাকে এ সম্মাননা দেওয়া হয়।

জেলা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সফল হিসেবে মাধবী বিশ্বাস, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোসা. রিজিয়া পারভীন, সফল মা হিসেবে মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ায় স্বপ্না বাড়ৈ এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য আম্বিয়া খাতুন।

সদর উপজেলায় সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যের জন বেবী পারভীন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোসা. রিজিয়া পারভীন, সফল মা হিসেবে মৈত্রী রানী মণ্ডল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ায় সালমা সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য আম্বিয়া খাতুন।

এদের মধ্যে শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোসা. রিজিয়া পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য আম্বিয়া খাতুনকে জেলা ও উপজেলা পর্যায় থেকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রীখীসা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।