ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বেরোবিসাস’র সম্পাদক হলেন বাংলানিউজের বকুল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
বেরোবিসাস’র সম্পাদক হলেন বাংলানিউজের বকুল সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (বেরোবিসাস) ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের মাহফুজুল ইসলাম বকুল। আর সভাপতি হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মোবাশ্বের আহমেদ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সম্পাদক সৌম্য সরকার (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), দফতর সম্পাদক ইসমাইল হোসেন রিফাত (দৈনিক প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক এস এম আল আমিন (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভান চৌধুরী (দৈনিক মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আদিব হোসাইন (দৈনিক ভোরের কাগজ) এবং জাকির হোসাইন রুম্মান (দৈনিক যুগের আলো)।

এতে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন বেরোবিসাসের উপদেষ্টা ও প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম।  

নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০১৮ বর্ষের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এইচ এম নুর আলম এবং সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পরে বিকেলে নবনির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা রংপুরের ডিসির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  

এদিকে বেরোবিসাস’র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা কল্যাণ সমিতি, রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।