ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইট বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে সাহাজ প্রামানিক (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। 

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে আহমেদপুর-মৌখাড়া সড়কের বালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাজ প্রামানিক উপজেলার বালিয়া গ্রামের মৃত জসিম প্রামানিকের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, দুপুরে আহমেদপুর-মৌখাড়া সড়কের বালিয়া ব্রিজ এলাকায় ইট বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে যাত্রীবাহী এক অটো ভ্যানের সংঘর্ষ হয়। এসময় ওই পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে সাহাজ প্রামানিক ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।