ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে বিএনপির প্রচারে বাধা, মাইক ভাঙচুরের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
সরিষাবাড়ীতে বিএনপির প্রচারে বাধা, মাইক ভাঙচুরের অভিযোগ

জামালপুর: জামালপুর-৪ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের প্রচার মাইক ও ইজিবাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় যুবলীগের কর্মীরা সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটায়।

বিএনপি দলীয় প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীম বাংলানিউজকে জানান, বিকেলে ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিকেলে তিনি দুটি ইজিবাইকে করে নির্বাচনী প্রচার মাইক নামান।

একটি ইজিবাইক সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় প্রধান সড়কে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালাচ্ছিল। এ সময় স্থানীয় যুবলীগকর্মী মনোয়ার হোসেন ও মুকুল মিয়া ইজিবাইকটি আটক করে। তারা ইজিবাইকের চালক লাভলুকে ভয়ভীতি দেখায় এবং মারধর করে তার মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা একটি প্রচার মাইক ও দুটি হর্নসহ ইজিবাইকটি ভাঙচুর করে।

তিনি আরো জানান, তার নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করার ঘটনাটি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরিষাবাড়ী থানার ওসিকে মৌখিকভাবে জানিয়ে এ ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলানিউজকে জানান, শিমলা বাজার এলাকায় বিএনপি প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও হামলাকারী কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মাইক ও হর্ন জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসম্বের ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।