ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ট্রেনের বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
পাঁচবিবিতে ট্রেনের বগি লাইনচ্যুত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক নম্বর রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার পুলিশ জানায়, রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবির এক নম্বর রেলগেট অতিক্রম করার সময় একটি বগির দু’টি চাকা লাইন থেকে পড়ে যায়।

তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এক নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটলেও দুই নম্বর লাইনটি চালু রয়েছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তোলার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।