ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

‘ফান প্লেস' পরিণত হয়েছে জাতীয় নির্বাচন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
‘ফান প্লেস' পরিণত হয়েছে জাতীয় নির্বাচন  আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন একটি ‘ফান প্লেসে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। 

ভোটের আগে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

সভায় প্রার্থীদের মনোনয়ন বাতিল ও উচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ টেনে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের আগের পরিস্থিতি-ই বলে দেয় যে, নির্বাচন কেমন হবে।

আমাদের দেশে জাতীয় নির্বাচন ফান প্লেসে পরিণত হয়েছে। ’ 

‘নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ইনস্টিটিউশনগুলোও নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করে দেয় কিন্তু উচ্চ আদালতে অনেকে ফেরত পান। ’

নাম উল্লেখ না করলেও বিভিন্ন প্রার্থীর সমালোচনা করে ড. সাখাওয়াত বলেন, এমন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন যারা মনোনয়ন ফরমে অতি জরুরি তথ্যও দেননি। জাতীয় নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হেলাফেলা করছি।  

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উত্থাপন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।  

আর গেস্ট অব অনার হিসেবে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।  

সভায় বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ড. সিনহা এমএ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।  

আলোচনা সভা সঞ্চালনা করেন সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।