ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৫ মিলিয়ন ইউরো ছাড় করলো ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
রোহিঙ্গাদের জন্য ৫ মিলিয়ন ইউরো ছাড় করলো ইইউ

ঢাকা: রোহিঙ্গাদের জন্য আরো অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির  প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অর্থ ছাড় করা হয়।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ইউরোপীয় কমিশনের বরাদ দিয়ে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে আসছে।

রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন  অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো সহায়তা ছাড় করেছে। গত মে মাসে ৪০ মিলিনয় ইউরো সহায়তা প্রতিশ্রুতির অংশ অনুযায়ী  এ ৫ মিলিয়ন ইউরো ছাড় করা হয়।

রোহিঙ্গাদের জন্য দেয়া এ অর্থ কক্সবাজারে তাদের কম্যুনিটির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয়ে প্রাধান্য দেওয়া হবে।  

ইউরোপীয় কমিশনের এক সভায় রোহিঙ্গাদের জন্য এ অতিরিক্ত অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গা সংকট শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।