ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিকাশ এজেন্ট খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিকাশ এজেন্ট খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৮) নামে এক বিকাশ এজেন্টের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

সাইফুল নোয়াখালীর চাটখিল থানার প্রাণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্বপরিবারে ফতুল্লার পশ্চিম রসুলপুর ওয়াসারপাড় সংলগ্ন বাতেন মিয়ার বাড়ির তৃতীয় তলায় থাকতেন।

আবুল কাশেম জানান, বাসার পাশে দোকান ভাড়া নিয়ে বিকাশে টাকা আদান-প্রদানের ব্যবসা করতো সাইফুল। সোমবার দিবাগত রাতে দোকান থেকে বাসা ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় সে চিৎকার করতে করতে বাসার গেটের সামনে এসে অচেতন হয়ে পড়ে। তখন বাসা থেকে সবাই বেরিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাইফুলের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি বলেন, আমার ছেলের সঙ্গে কারো বিরোধ নেই। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, ঘটনাটি সোমবার দিবাগত রাতে ঘটলেও খবর পেয়েছি মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায়। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।