ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
না’গঞ্জে প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে আটক ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকা থেকে প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে চার যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক যুবকরা হলেন- খোকন মিয়া (২৪), মনিরুল ইসলাম (২৬), আবু সাইদ (২২) ও খন্দকার আজহারুল ইসলাম (৫৮)।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) আটকদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (১০ ডিসেম্বর) রাতে শহরের পাইকপাড়া জিনিয়াস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে মাধ্যমিক স্কুলের বিভিন্ন বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে তাদের আটক করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের নমুনা উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।