ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মমন্ত্রীর দায়িত্ব 'বোঝার উপর শাকের আঁটি'

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ধর্মমন্ত্রীর দায়িত্ব 'বোঝার উপর শাকের আঁটি' আ ক ম মোজাম্মেল হক/ফাইল ফটো

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আ ক ম মোজাম্মেল হক নির্বাচনের আগে অতিরিক্ত হিসেবে ধর্মমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বলছেন এটি তার কাছে ‘বোঝার উপর শাকের আঁটি’র মতোই।

সোমবার (১১ ডিসেম্বর) অতিরিক্ত হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারির পর দুপুর পৌনে ৩টার দিকে সচিবালয়ে আসেন মোজাম্মেল হক।  

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের তিনি বলেন, একে তো নির্বাচন, সেখানে আমি প্রার্থী।

আমি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসছি সেটাই এই মাসে পালন করা একটু দুরূহ। তাই এটি ‘বোঝার উপর শাকের আঁটির মতো। ’

তিনি বলেন, এটা রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়ার জন্য। এখানে পলিসিগত কিছু নেই। রুটিন ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। গ্রামদেশে একটা কথা আছে- যে ভাত রান্ধে সে চুলও বান্ধে। এই রকম হিসেবে আরকি। এটা খুব অল্প সময়ের জন্য। জটিল কিছু করারও নেই, বলারও নেই। সময় অল্প হলেও আমি দেশবাসীর সহযোগিতা ও দোয়া চাই।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।