ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে নাদিয়া (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের টেটিয়া উলুকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাদিয়া উপজেলার চৈতনকান্দা গ্রামে ইমরানের স্ত্রী।

তিনি নরসিংদীর কন্দ্রপদি এলাকার বাবুলের মেয়ে।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাশির উদ্দিন বাংলানিউজকে বলেন, নিহতের শয়নকক্ষে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।