ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের তরফপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (আনুমা‌নিক ১৯) এক কিশোরের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১১ ডি‌সেম্বর) দুপুরে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পু‌লিশ ফাঁ‌ড়ির উপ-প‌রিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মে‌ডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তার পরনে চেক লু‌ঙ্গি ও ফুল হাতা সবুজ-সাদা রঙের গে‌ঞ্জি রয়েছে। নিহতের নাম-প‌রিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।