ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুরচর মাঝিবাড়ির সি-বিচ এলাকা থেকে কাওসার (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে মাঝিবাড়ি সংলগ্ন বেড়িবাঁধ ব্লকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের সঙ্গে থাকা মোটরসাইকেলের ড্রাইভিং কাগজপত্র থেকে তার নাম কাওসার বলে জানা যায়।

কাগজপত্রের ঠিকানা অনুযায়ী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলীতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।