ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
সৈয়দপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে আনজুআরা (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট প্রজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় অভিযুক্ত স্বামী আতাউর রহমান ফরহাদকে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট প্রজাপাড়ার মো. ইলিয়াস আলীর ছেলে মো. আতাউর রহমান ফরহাদের সঙ্গে একই উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. আমিনুল ইসলামের মেয়ে আনজুআরার বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী উভয়ে নীলফামারী উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।  

মঙ্গলবার ভোরে কর্মস্থলে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আবারও শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে পরিবারের লোকজন ঘরে ঢুকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আনজুআরাকে দেখতে পায়। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে নামিয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আনজুআরাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ হাসপাতালে এসে অভিযুক্ত স্বামী আতাউর রহমান ফরহাদকে আটক করে এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠায়।  

জামাতা আতাউর রহমান ফরহাদ তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মৃত আনজুআরার মা বিলকিছ বেগম।  

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ফরহাদকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।