ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আলমসাধু (ভটভটি) দুর্ঘটনায় বেগম রাহাতুন্নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নাতিছেলে মিঠু (৫) ও ভটভটি চালক হাসান আলী আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার খাসবাগুন্দা ধোলাইখালি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি একই উপজেলার তিয়রবিলা গ্রামে।

স্থানীয়রা জানায়, খাসবাগুন্দা গ্রামে মেয়ের বাড়ি থেকে নাতিকে নিয়ে ভটভটিতে করে নিজ গ্রামে ফিরছিলেন রাহাতুন্নেছা। পথে ধোলাইখালি মাঠ এলাকায় ভটভটির সামনের চাকা খুলে যায়। এতে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাহাতুন্নেছা মারা যান।
  
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া আহমেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।