ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
গাজীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে সদর থানার হাতিয়াবহ এলাকার গজার বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে রাজেন্দ্রপুর-চত্বর সড়কের হাতিয়াবহ এলাকায় গজারী বনের ভেতর এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই যুবক ব্যাটারিচালিত ইজিবাইকচালক ছিলেন। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের কিছু দূরে ইজিবাইকটি উল্টে পড়ে ছিল। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।