ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
সড়ক দুর্ঘটনায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মুজিবুল ইসলাম (২৫) নামে এক বিজিবি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মুজিবুল পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের মনমথপুর ডাংগাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

তিনি রাজশাহী বিজিবি-১ (বর্ডার গাড বাংলাদেশ) ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

জানা যায়, চলতি ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য মুজিবুল ছুটিতে বাড়ি আসেন। রোববার (৯ ডিসেম্বর) তিনি ইংরেজী পরীক্ষা দিয়ে বন্ধু বিপুলসহ একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির পার্শ্ববর্তী ভবের বাজারে যান। পরে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। পথে পার্বতীপুর-দিনাজপুর সড়কের ডাংগাপাড়া বালারখাল এলাকায় বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিপুল (২৫) মারা যান। বিপুল পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের চাকলা বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে।

গুরুত্বর আহতাবস্থায় পথচারীরা মুজিবুলকে উদ্ধার করে স্থানীয় প্রথমে ল্যাম্ব হাসপাতালে পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে তিনি মারা যান।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।