ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর-অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর-অবরোধ সড়ক অবরোধ, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কোনাবাড়ী এলাকায় বেতন বৃ‌দ্ধির দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রে‌ছে পোশাক কারখানার শ্র‌মিকরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখেন।

বুধবার (১২ ডি‌সেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে ক‌য়েক‌টি পোশাক কারখানা ভাংচুর ও বি‌ক্ষোভ শুরু ক‌রে শ্র‌মিকরা।

পু‌লিশ ও শ্র‌মিকরা জানায়, কোনাবাড়ী এলাকায় বেতন বৃ‌দ্ধির দা‌বি‌তে ‌বি‌ক্ষোভ ক‌রেন পোশাক কারখানার শ্র‌মিকরা।

এ সময় ওই এলাকার ক‌য়েক‌টি পোশাক কারখানা ভাংচুর ও ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রেন তারা। প‌রে দুপুর ১২টার দি‌কে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ‌তে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।  

খবর পেয়ে কোনাবাড়ী থানা ও শিল্প পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে ক‌য়েক রাউন্ড টিয়ারশেল ও কাদা‌নো গ্যাস নি‌ক্ষেপ ক‌রে শ্র‌মিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ী শিল্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) মো. সো‌হেল রানা বলেন, ক‌য়েক ‌দিন ধ‌রে বি‌ক্ষোভ কর‌ছেন শ্রমিকরা। বুধবার সকাল থে‌কে বি‌ক্ষোভ শুরু করে শ্র‌মিকরা। কিন্তু দুপু‌রে মহাসড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ করলে ক‌য়েক রাউন্ড টিয়ারশেল ও কাদা‌নো গ্যাস নি‌ক্ষেপ ক‌রে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।