ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
সিলেটে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে ট্রাকের ধাক্কায় আজমল হোসেন (৪৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। 

বুধবার (১২ ডিসম্বর) সকালে ইউনিয়নের উত্তর চরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আজমল ওই ইউনিয়নের পারিপাঞ্জি গ্রামের বাসিন্দা।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে বলেন, স্থানীদের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেটে ওসমানী মেডিকেল কলেজ  (সিওমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।