ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবি মাভৈয়ের নেতৃত্বে জুবায়ের-নবনীতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
শাবিপ্রবি মাভৈয়ের নেতৃত্বে জুবায়ের-নবনীতা জুবায়ের মাহমুদ ও নবনীতা কর্মকার।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি জুবায়ের মাহমুদ ও সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ ডিসেম্বর) মাভৈঃ আবৃত্তি সংসদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে মাভৈঃ আবৃত্তি সংসদের সংবিধানের ‘ধারা-৪’ মোতাবেক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০ তম কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।

উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ সভাপতি ফয়সাল রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মানস দেব, সাবেক সদস্য মোশারফ লিমন, সাবেক সভাপতি গিয়াস বাবু, কাসিব মুন্না, শুভ রায়, নিখিলেশ দেবনাথ সহ সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীরা।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি অনামিকা কৈরী, সহ-সাধারণ সম্পাদক তাবিয়া তাসনিম আনিকা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম, কোষাধ্যক্ষ নাদিয়া তুজ জামিলা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাজ উদ্দীন শামসুল, প্রচার সম্পাদক রাজর্ষি ভট্টাচার্য ও দফতর সম্পাদক রায়হানা ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।