ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পিকআপের চাকার ভেতর ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পিকআপের চাকার ভেতর ইয়াবা, আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপের চাকার ভেতর থেকে ৩৭ হাজার ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় ইউসুফ নুর জোবায়ের (৩৩), আবু রাজা (২৯) ও জুবায়ের (২২) নামে তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বিষয়টি বাংলানিউজকে জানান।  

এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন তথ্যের ভিত্তিত যাত্রাবাড়ী থানাধীন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ জব্দ করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আটক তিন মাদকবিক্রেতাকে করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩৭ হাজার ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব এ পন্থায় দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।