ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

১১ বিশ্ববিদ্যালয়কে সেভেন রিংস সিমেন্টের সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
১১ বিশ্ববিদ্যালয়কে সেভেন রিংস সিমেন্টের সম্মাননা ১১ বিশ্ববিদ্যালয়কে সেভেন রিংস সিমেন্টের সম্মাননা

ঢাকা: দেশের প্রকৌশলী ও অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ১১টি বিশ্ববিদ্যালয়কে সম্মাননা দিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

ঢাকার র‌্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৌশল ও স্থাপত্য শিক্ষার শীর্ষ ১১টি বিশ্ববিদ্যালয়কে এ সম্মাননা দেওয়া হয়।

সেভেন রিংস সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় অধ্যাপক, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী অধ্যাপক ড. শামীম জেড. বসুনীয়া এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি)- এর প্রেসিডেন্ট আব্দুস সবুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রায়হান আহমেদ, পরিচালক তাহমিনা আহমেদ, সাইফ রহমান, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহমেদ মুক্তাদির আরিফ।

নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।