ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশেষ ট্রেন বিকল, ঠেলে স্টেশনে নিয়ে গেল স্থানীয়রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বিশেষ ট্রেন বিকল, ঠেলে স্টেশনে নিয়ে গেল স্থানীয়রা বগিটি ঠেলে স্টেশনে নিয়ে যায় স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাৎসরিক পরিদর্শনে আসা রেলওয়ের মহা-পরিদর্শককে (জিআইবিআর) বহনকারী বিশেষ ট্রেন বিকল হওয়ায় পর ট্রেনটি ঠেলে স্টেশনে পৌঁছে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রেলওয়ের মহাপরিদর্শক কাজী রফিকুল আলমকে বহনকারী ট্রেন বামনডাঙ্গা এফ ৯৫ রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পরে স্থানীয় লোকজন ট্রেনের বগিটিকে ঠেলে বামনডাঙ্গা স্টেশনে পৌঁছে দেয়।

মহা-পরিদর্শকের সঙ্গে আসা রেলওয়ে বিভাগের চিফ সুপারিনটেনডেন্ট অব ট্রাফিক (সিএসটি) অসিম তালুকদার বাংলানিউজকে জানান, এ ধরনের ঘটনার জন্য সত্যিই আমরা লজ্জিত। কেন এবং কি কারণে মহাপরিদর্শকের বহনকারী ট্রেন বিকল হলো তা খতিয়ে দেখা হবে।

তিনি আরো জানান, ট্রেনটি স্টেশনের কাছাকাছি বিকল না হয়ে মাঝপথে বিকল হলে সিডিউল বির্পযয়ের সম্ভাবনা ছিলো।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।