ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
জৈন্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহীর মৃত্যু

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লী বিদ্যুতের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দরবস্ত গর্দনা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে নুর আহমেদ (৪২) ও একই এলাকার মৃত উছমান আলীর ছেলে আব্দুল হান্নান (৪০)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. জাকির বাংলানিউজকে বলেন, জৈন্তাপুর উপজেলার তামাবিল সড়কের পল্লী বিদ্যুতের সামনে খাম্বাবাহী ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চালক এবং আরোহী কেউ হেলমেট পড়া ছিল না।   স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনইউ/আরআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।