ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

তালিকা করে যুদ্ধশিশুদের পুনর্বাসনের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
তালিকা করে যুদ্ধশিশুদের পুনর্বাসনের দাবি সেমিনারে অতিথিরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশ স্বাধীনের এতোদিন পরও যুদ্ধশিশুদের (মুক্তিযোদ্ধের সময় তিন লাখ মা-বোনের গর্ভে জন্ম নেওয়া শিশু) তালিকা হয়নি এখনও। শুধু তা-ই নয়, তাদের কোনো দায়িত্ব গ্রহণ করেনি সরকার। তারা আজও অবহেলিত। তাই তাদের পনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে ‘আলোকপাত: বাংলাদেশের যুদ্ধশিশু’ শীর্ষক সেমিনারে বক্তারা যুদ্ধশিশুদের অবহেলার কথা বলে এ দাবি তুলেন।

উদ্যোগ আয়োজিত এ সেমিনারের সহযোগিতায় ছিল স্বনন।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার পার্থ সারথি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, অভিনেত্রী ও মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক রোকেয়া প্রাচী, দৈনিক অর্থনীতির ব্যবস্থাপনা সম্পাদক নাসিমুল ইসলাম, মোস্তফা চৌধুরী, স্বননের প্রতিষ্ঠাতা রুপম চক্রবর্তী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর ও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিলেন তিন লাখের বেশি মা-বোন। আর তাদের গর্ভে জন্ম নেওয়া এই যুদ্ধশিশুদের আজও পর্যন্ত কোনো পরিসংখ্যান নেই। তাদের কিছু দেশের ভেতর আছে, কিছু আছে বিদেশে। আমাদের সমাজ তাদের ভালো চোখে দেখে না। তাই আজ তারা পরিচয়ও দেয় না। ফলে দেশ স্বাধীনের ক্ষেত্রে তাদের অবদান সম্পর্কে জানতে পারছে না সাধারণ মানুষ।

তারা আরও বলেন, আগামী প্রজন্মকে সচেতন করার পাশাপাশি তাদের সঠিক ইতিহাস জানাতে যুদ্ধশিশুদের পরিসংখ্যান জরুরি। তাদের পুনর্বাসন করা হোক দ্রুত।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮ 
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।