ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ইসির নির্দেশে রুপগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
ইসির নির্দেশে রুপগঞ্জ থানার ওসি প্রত্যাহার মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে প্রত্যাহার করেছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। এ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করছেন এম এ হক। তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।

বুধবার (১২ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয়। ওসি মনিরুজ্জামান চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় যোগদান করেন।

জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।