ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারীতে সিটি করপোরেশনের একটি ট্রাকের ধাক্কায় ইব্রাহিম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম ভোলা সদর উপজেলার বাসিন্দা মো. বাবুল মিয়ার ছেলে।

তিনি রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বাংলানিউজকে  জানান, রাজধানীর জয়কালী মন্দির রোডে সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় ইব্রাহিম আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মাসুদ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।