ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা আদ্ব-দ্বীন মেডিকেল কলেজে বিজয় দিবস উদযাপন

নাজিম উদ্দিন ইমন, কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
বসুন্ধরা আদ্ব-দ্বীন মেডিকেল কলেজে বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. আবু উবায়েদ মুহাম্মদ মুহসিন। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বসুন্ধরা আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ। 

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বসুন্ধরা আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করা হয়। কলেজের ১ নম্বর গ্যালারিতে শিক্ষক চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনানভায় শিক্ষার্থীদের একাংশ।  ছবি: বাংলানিউজআলোচনাসভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু উবায়েদ মুহাম্মদ মুহসিন।

এসময় আরো বক্তব্য রাখেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বেলায়েত হোসেন খান।

বক্তারা স্বাধীনতা সংগ্রামের নাতিদীর্ঘ ইতিহাস বর্ণনা করেন এবং যুদ্ধে শহীদদের আত্ম উৎসর্গের বিষয়টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

এছাড়াও মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।