ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার চালক-হেলপারসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার চালক-হেলপারসহ নিহত ৩ সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হচ্ছেন- মাহিন্দ্রার চালক শামছুল হক ও সহকারী শ্যামল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে পাবনা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ঘাটাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামছুল হক নিহত ও চারজন আহত হন।  

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সহকারী শ্যামল ও অজ্ঞাতপরিচয় আরো এক ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।