ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার কোটবাড়ি সড়কে বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ (৪) ও সিয়াম (৫) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত সিয়াম ও জিহাদ শরীয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে।

**বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার চালক-হেলপারসহ নিহত ৩

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ট্রাকে করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন নাজিম। কোটবাড়ি সড়কে আসার পর পিচ্ছিল সড়কে গাড়ির চাকা পিছলে ট্রাকটি ঘুরে গেলে দরজা খুলে দুই সহোদর রাস্তায় পড়ে যায়। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।  দুই সহোদরের মা আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।