ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবজাতককে ফেলে গেলেন স্বজন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নবজাতককে ফেলে গেলেন স্বজন! উদ্ধার হওয়া শিশু। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইল সদর উপজেলার নিধুখোলা গ্রামের একটি বাগানে এক নবজাতককে (মেয়ে) ফেলে গেছে তার স্বজনেরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদরের নিধুখোলা গ্রামের পাকা রাস্তা থেকে ৩শ’ গজ দূরে কাপড়ে পেঁচানো শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তারাই শিশুটির দেখাশোনা করছেন।

স্থানীয় যুবক মলয় বাংলানিউজকে জানান, একজন পুরুষ ও একজন নারী একটি মোটরসাইকেলে করে এসে শিশুটিকে এই বাগানে ফেলে পালিয়ে যান।  

স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম বলেন, একটি শিশুর কান্না শুনতে পেয়ে বাগানের ভেতরে গিয়ে দেখি কাপড়ে পেঁচানো একটি শিশু পড়ে রয়েছে তখনও নাড়ি কাটা হয়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শরীর থেকে নাড়ি কেটে দেয় আগুনের সেক দেই।

ইউপি সদস্য মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকটিকে নড়াইল সদর সাহপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।