ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা বৃষ্টির কারণে সকাল থেকে ফাঁকা বাজার

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সোমবার (১৭ ডিসেম্বর) গভীর রাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের দাপট অনেকটা বেড়ে গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের হালকা প্রভাব এবং আকাশে মেঘ থাকায় বৃষ্টি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামিউজ্জামান বাংলানিউজকে জানান, তীব্র শীতে আকাশে মেঘ থাকলে অথবা বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পায়।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

তবে বুধবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত এ বৃষ্টি থাকতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।

এদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়েছে জেলার কর্মজীবী মানুষগুলো। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও দিন মজুর শ্রেণীর লোকজন।

নাসিরুল ইসলাম নামে চা বিক্রেতা বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে বাজার ফাঁকা দেখা যাচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডার প্রভাব অনেকটা বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।