ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ফেনীতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 

ফেনী: ফেনীতে ১১ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মনির হোসেন ও মো. ইসমাইল হোসেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রামপুর রাস্তার মাথায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি ট্রাক জব্দ করে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। ইয়াবা এবং আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।