ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাব-বিটিআরসির অভিযানে নকল মোবাইল-জ্যামারসহ আটক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
র‌্যাব-বিটিআরসির অভিযানে নকল মোবাইল-জ্যামারসহ আটক ১১

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাবের যৌথ অভিযানে নকল হ্যান্ডসেট ও জ্যামারসহ ১১ জন আটক হয়েছেন। এসময় ছয় লাখ টাকার অবৈধ হ্যান্ডসেট ও জ্যামার জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে এ অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার উল আলম।

তিনি বলেন, আইএমইআই নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামারের বিরুদ্ধে এঅভিযান চালানো হয়। অভিযানে আটক ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১০ দিন থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আটকদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।