ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা-২’এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
বরগুনা-২’এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু নির্বাচনী তদন্ত কমিটি। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতীক) প্রার্থীর পোস্টার ছেঁড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত দল। 

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে পাথরঘাটায় আসে তদন্ত টিম। তদন্ত টিমের অন্য সদস্য হলেন- বরগুনা জেলার সহকারী জজ সঞ্জয় পাল।

 

তদন্ত টিম জানান, বরগুনা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী গোলাম সরোয়ার হিরুর নির্বাচনী পোস্টার ছেঁড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে পরে পদক্ষেপ নেয়া হবে।  

গোলাম সরোয়ার হিরু বলেন, রিমনের লোকজন আমার পোস্টার ছিঁড়েছে ও নির্বাচরণী আচরণ বিধি লঙ্ঘন করেছে। এ বিষয় আমার নির্বাচনী সমন্বয়কারী আবুল কালাম নির্বাচনী তদন্ত কমিটিকে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে রিমন বলেন, পোস্টার ছেঁড়া এবং আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ভুয়া ও বানোয়াট।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।