ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক মমতাজ উদ্দিন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক মমতাজ উদ্দিন আর নেই

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের প্রবীণ শিশু বিশেষজ্ঞ ডা. মমতাজ উদ্দিন (৯২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। 

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সদর থানা সংলগ্ন নিজস্ব বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার ছেলে ডা. মিনহাজ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার প্রথম জানাজা হবে। এরপর বাদ আসর তালা উপজেলার খলিসখালী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।  

এদিকে, প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজনসহ অসংখ্য মানুষ তাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।