ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে কবিরাজি ওষুদ খেয়ে মা-ছেলের মৃত্যু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
রংপুরে কবিরাজি ওষুদ খেয়ে মা-ছেলের মৃত্যু

রংপুর: রংপুরে কবিরাজি শক্তিবর্ধক ওষুধ খেয়ে মা ও ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরাজ মজিবর রহমানকে আটক করেছে পুলিশ।

মৃত দুজন হলেন- কছিরন বেওয়া (৯০) ও তার ছেলে সালাম মিয়া।

বুধবার  (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার ফয়জের গ্রামে এ ঘটনা ঘটে।

একই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে আরও দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
পরিবারের দাবি, কবিরাজি মজিবর রহমানের ওধুষ খেয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সকালে শারীরিক দুর্বলতার কারণে পরামর্শের জন্য কছিরন ও তার ছেলে সালাম ওই এলাকার কবিরাজ মজিবরের কাছে যান। কবিরাজ তাদের শক্তিবর্ধক ওষুধ দেন। ওই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হন কছিরনসহ চারজন। পরে তাদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কছিরন ও তার ছেলে সালামের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় কছিরনের ছোট ছেলে ও ভাগ্নে বউকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে কবিরাজ মজিবরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কবিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি আনিছুর।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।