ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ২

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে খিলক্ষেত থানার কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্ব কুড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ৯২ হাজার পিস ইয়াবা, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও পিস্তল উদ্ধার হয়েছে।

আটকরা হলেন- বাদশা জাহাঙ্গীর (৩৮) ও মো. সানাউল্লাহ (৫৫)।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক বাদশার বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার পশ্চিম বিলাসপুর গ্রামে ও সানাউল্লাহর (৫৫) বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।