ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সান্তাহারগামী ট্রেন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বগুড়ায় সান্তাহারগামী ট্রেন লাইনচ্যুত

বগুড়া: বগুড়ার সুখানপুকুর এলাকায় অবস্থিত রেলস্টেশনে সান্তাহারগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ট্রেন লাইনচ্যুতর ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার তৎপরতা শুরু করেছে সংশ্লিষ্টরা।

বগুড়া রেলস্টেশনের মাস্টার আহসান হাবিব বাংলানিউজকে জানান, বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল কলেজ ট্রেন সুখানপুকুর স্টেশনে যাত্রা বিরতি শেষে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পরপরই বিকট শব্দ হয়। এর পরপরই ট্রেনটির ৩ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পরপরই লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের সহকারী প্রকৌশলী দিপক কুমার বাংলানিউজকে জানান, সুইন হ্যাঙ্গার ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।