ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সারিয়াকান্দিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর চর থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বাংলানিউজকে জানান, যমুনা নদীর দীঘলকান্দি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে নদীর বালু চরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে মরদেহটি উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে লুঙ্গি ছিলো। মরদেহের পাশে শার্ট ও স্যান্ডেল পরে ছিলো।

ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।