ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলি জব্দ অস্ত্র-গুলি জব্দ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তের অগ্রভুলট এলাকা থেকে এসব জব্দ করা হয়।  

বিজিবি জানায়, গোপন সংবাদের তারা জানতে পারে, অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার একটি আম বাগানের ভেতর অবস্থান করছে।

এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি হাত ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।