ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
না’গঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নিখোঁজের ৪ দিন পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১৬ ডিসেম্বর) উপজেলার একরামপুর থেকে ওই ব্যক্তি নিখোঁজ হন।

চারদিন পর বৃহস্পতিবার পুলিশ কাজীপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সাখাওয়াত বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে ড্রামের ভরে এখানে মরদেহ ফেলে রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।